ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৫টার দিকে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আবদুল লতিফ। একটি ট্রাকের ধাক্কায় তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন