বরিশালের বানারীপাড়ায় সুখরঞ্জন ঘরামী নামে এক আইনজীবী সহকারী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৫ শতাংশ জমি সাব কবলা রেজিস্ট্রি করে দিয়েছেন।
রবিবার দুপুরে ওই উপজেলার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা রেখে বানারীপাড়া-স্বরূপকাঠির সীমান্তবর্তী কাজলাহার গ্রামের ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন তিনি। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ওই দলিলে পরিচিতি হয়েছেন।
বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে সুখরঞ্জন ঘরামীর ওই সম্পত্তিতে সম্প্রতি বানারীপাড়ার উপজেলার সিমানা স্তম্ভ নির্মাণ করে উপজেলা পরিষদ। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল নির্মাণ করা হয়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদিদ জানান, কাজলাহার গ্রামের সুখরঞ্জন ঘরামী সম্প্রতি উপজেলা পরিষদের অফিসে গিয়ে তার নিজের জমি প্রধানমন্ত্রীর নামে সাব কবলা রেজিস্ট্রি করে দেয়ার আগ্রহ প্রকাশ করেন। রবিবার তিনি চাখার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কাজলাহারে নিজের ৫ শতাংশ জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করে সাব কবলা রেজিস্ট্রি করে দেন। ওই জমির মূল্য ৭০ হাজার টাকা নির্ধারণ করে সমূদয় টাকা বুঝে পেয়েছেন বলে দলিলে উল্লেখ করেন তিনি। জমি রেজিস্ট্রি বাবদ মোট মূল্যের সাড়ে ১২ ভাগ টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হয়। ওই জমি বানারীপাড়া-স্বরূপকাঠীর সীমান্তবর্তী কাজলাহার এলাকায়। সেখানে বানারীপাড়া উপজেলার সিমান্ত স্তম্ভ এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল নির্মাণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাতির জনকের কন্যা শেখ হাসিনার নামে ৫ শতাংশ জমি সাব কবলা রেজিস্ট্রি করে দিয়ে আত্ম তৃপ্তিতে রয়েছেন সুখরঞ্জন ঘরামী। তিন ছেলে এবং এক ছেলের স্ত্রী ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার থাকায় ৫ সন্তানের জনক বৃদ্ধ সুখরঞ্জন ঘরামী বরিশাল আদালতের আইনজীবী সহকারীর কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার দীর্ঘদিনের বাসনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার হাতে জমির দলিল বুঝিয়ে দিতে চান সুখরঞ্জন ঘরামী।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে সুখরঞ্জনের মহানুভবতার প্রসংশা করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন