সিরাজগঞ্জের বেলকুচিতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বন্ধু। বুধবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭) ও তার বন্ধু একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮)। আহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু বেলকুচি ফিরছিল। মোটরসাইকেলটি উপজেলার সুবর্ণসাড়া এলাকায় পৌছলে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজ বাংলার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হযরত আলী ও সবুজ মারা যায় এবং ফরহাদ আহত হয়। সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার