নাটোর শহরে ভ্রাম্যমাণ আদালত তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুখসানা খাতুন এই জরিমানা প্রদান করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম শহরের বিসমিল্লাহ ক্লিনিক, শেফা ক্লিনিক ও ক্লিনিকে অভিযান চালায়। এ সব ক্লিনিকে স্বাস্থ্য বিধি পালন না করায় বিসমিল্লাহ ক্লিনিকের ১৫ হাজার টাকা, শেফা কিøনিককে ১০ হাজার টাকা এবং নিউ সমতা ক্লিনিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন