নারী গ্রাহককে যৌন হয়রানির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অনুকুল চন্দ্র (৪৯) নামে এক কাপড় ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
এর আগে, মঙ্গলবার ওই কাপড় ব্যবসায়ীকে আটক করা হয়। আটক অনুকুল চন্দ্র উপজেলার চরকাওয়াক গ্রামের মৃত অবনী ভূষন পালের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, মঙ্গলবার দুজন নারী সলঙ্গা বাজারে অনুকুল চন্দ্রের দোকানে কাপড় কিনতে যান। এ সময় অনুকুল চন্দ্র তাদের সঙ্গে অশালীন ভাষায় কথাবার্তা বলেন এবং কুপ্রস্তাব দেন।
একপর্যায়ে ওই দুই নারী ব্যাগের ভেতরে নিজের মোবাইল নম্বর লিখে দিয়ে ফোনে যোগাযোগ করতে বলেন। ভুক্তভোগী ওই দুই নারীর অভিযোগের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে অনুকুল চন্দ্রকে আটক করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম অভিযোগের সত্যতা পেয়ে কাপড় ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই