বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেড চাকরিজীবীদের পদ পদবী ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছে কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা।
গত ১৫ নভেম্বর থেকে শুরু করে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ কমসূচি পালন করে আসছে তারা। যা সরকারি ছুটির দিন বাদে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচি চলাকালীন দাবি দাওয়া না মানলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। এরপরেও দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা কমিটির সভাপতি নেছার আহম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সার মুন্সির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর সর্দার, আক্তারুজ্জামান, জিয়াউদ্দিন বাবুসহ কমিটির সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার