বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে আজ সকাল ৯টা থেকে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে একযোগে সকল শাখার কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন আমাদের পদ ও পদবী পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রীর অনুমোদন করলেও অজ্ঞাত কারণে আজও আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে।
বরগুনা জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি আ. রাজ্জাক মৃধার সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সমাবেশে বক্তব্যে রাখেন সাধারণ সাধারন সম্পাদক মাসুদ আলম, সহ-সভাপতি সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মাজেদুল আলম মনির প্রমুখ। ১৫ নভেম্বর থেকে কর্মবিরতি কর্মসূচি চলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার