পদবি ও গ্রেড পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করছে। কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান।
কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, শফিকুর রহমান, আবু ইউসুফ মো. মহসীন, কামরুল ইসলাম, বিজন কান্তি বণিক, শংকর চন্দ্র রায়, মাহবুব হাসান, বেগম নূরুন্নাহার প্রমুখ।
আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এবং ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও বক্তারা জানান। উল্লেখ্য, ১৫ নভেম্বর থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার