ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহেশপুরে রব্বানী মন্ডলের বসতভিটা পুড়ে গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে রব্বানীর ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত রব্বানী মন্ডল জানান, বুধবার রাত ১টার দিকে রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা বসতভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় রব্বানীর সহায় সম্বলটুকু। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার