বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী শিশু চুরি ও তিন দিন পরে পুকুরে মরদেহ পাওয়ার ঘটনায় শিশুটির পিতা সুজন খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার সাথে পিতা সুজন খান জড়িত সন্দেহে বৃহস্পতিবার বেলা ৯টার দিকে তাকে গ্রেফতার করে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুজন খানকে গ্রেফতার ও কিছু আলামত উদ্ধারের খবর জানান।
একই সাথে তদন্তের প্রয়োজনে শিশুটির পিতা সুজন খান, সুজনের ছোট ভাই রিপন খান ও ভগ্নিপতি হাসিব শেখের ডিএনএ পরীক্ষা করানো হবে বলেও পুলিশ সুপার জানান।
পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছিলো পুলিশ।
উল্লেখ্য, রবিবার দিবাগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের সুজন খানের শিশুকন্যাকে অজ্ঞাত কেউ বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখে। বুধবার সকালে ঘর সংলগ্ন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা