“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবেলায় আনবে গতি” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়। সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক মোস্তফা মহসিনের সভাপতিত্বে সপ্তাহের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রহিছ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রস, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শনের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার