'প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি'- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্স সপ্তাহ ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় নেত্রকোনা সিভিল ডিফেন্স কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহ পালন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ।
পরে সিভিলে ডিফেন্স কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লা মো. ছায়দুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম।
আলোচনা শেষে সভা ও দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা