মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুইটি গুদাম থেকে ১ হাজার ৪৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক ব্যবসায়ীকে আটক করা হয়।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘিওর বাজারের দু’টি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদাম দু’টিতে অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। এ সময় ঘিওর বাজারের মেসার্স হুমায়ুন টেডার্সের গুদাম থেকে ১ হাজার ২৪৭ বস্তা ও মেসার্স রেজাউল ট্রেডার্সের গুদাম থেকে ২০০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে ওই গুদাম দু’টি সিলগালা করে দেওয়া হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, অবৈধভাবে সার মজুদ করার অপরাধে হুমায়ূন কবীরকে আটক করা হয়েছে। একই সঙ্গে দুইটি গুদামের ১ হাজার ৪৪৭ বস্তা সার জব্দ করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর