রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি- এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এসময় রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক রতন কুমার নাথ, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অতি বৃষ্টিতে পাহাড় ধস হয় তখনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এগিয়ে এসেছিল। এছাড়া অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও পানিতে কেই ডুবে গেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত এগিয়ে এসে সহযোগীতা করেছেন।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু দুর্যোগ মোকাবেলা নয়, দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছে। তাই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর