চট্টগ্রাম নগরের দরঘাট থানাধীন আনু মাঝির ঘাট সংলগ্ন সিটি গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা মাহমুদ পিয়াল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে হোটেলে মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। হোটেল কক্ষে একটি মোবাইল ফোন নম্বর পাওয়া গেছে। নম্বরটিতে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর