বগুড়ার ধুনটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই দিনে ২০ ব্যক্তিকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।
বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রনির নেতৃত্বে ধুনট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রনি জানান, সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। সাধারণ জনগণকে একাধিক সতর্কবার্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেও তারা কিছুতেই তা মানছেন না।
একারণে ধুনট পৌর এলাকার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বুধবার ১৫ জনকে ৫ হাজার ৮০০ টাকা এবং বৃহস্পতিবার ৫ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই