কুমিল্লার লাকসামে মাস্ক না পরায় ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার লাকসাম পৌরশহর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গণপরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় মাস্ক না পরার কারণে যাত্রী, ব্যবসায়ী, পথচারি সহ ১৮ জনকে ৫ হাজার ১শ' জনকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকসাম উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে। তিনি সবাইকে মাস্ক পরিধানের পরামর্শ দেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন