ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর মুক্ত দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে।
দিসবটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার সেজামোড়া মুক্তিযোদ্ধা ক্লাব প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সুলতান মাহমুদ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক এম. অলি আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামোড়া ও এর আশপাশ এলাকা হানাদার মুক্ত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন