করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে লক্ষ্মীপুরে মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে শহরের চক বাজার সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৫ জনকে মোট ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম এ জরিমানা করেন।
তিনি জানান, সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। ঘরের বাইরে মাস্ক ছাড়া কেউ যেন বের না হয় সেজন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন