বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতিউর রহমান মাহবুবকে সভাপতি ও আব্দুল কাইয়ুম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
বিকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সম্মেলন শুরু করা হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান ঠাকুর।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফুল আরেফীন গোলাপ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্বাস উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক উদ্দিন আবাদ, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্র লীগ নেতা আবু তাহের, করিমগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তালুকদার, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমজাদ হোসেন খান দিদার, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম বাচ্চু, যুব লীগ নেতা মোয়াজ্জেম হোসেন কবীর, যুব লীগ নেতা কামাল উদ্দিন ভাণ্ডারী, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি নূরে আলম হিরু প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহ মাজহারুল ইসলাম। সন্ধ্যার পর কাউন্সিল অধিবেশনে কমিটি গঠন করা হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ