মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৬১টি মামলায় ৯ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন সড়কে ব্যক্তি ও প্রতিষ্ঠানে অভিযান করে ব্যবসা ক্রেতা, বিক্রেতা ও পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও মোবাইল শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যরা।
পৃথক অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৩৫টি মামলায় ৬ হাজার ৮০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ২৬ মামলায় ২ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য “সেকেন্ড ওয়েভ” মোকাবিলায় সরকারের সিন্ধান্ত অনুযায়ী আমরা নো মাক্স নো সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছি। এ উপজেলার সকল হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে সেবা পেতে নো মাক্স নো সার্ভিস লেখা স্ট্রিকার লাগিয়ে দিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতাকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধও করেছি। একই সাথে মাইকিং করে জনগনকে সচেতন করা হয়েছে, কেই যাতে মাক্স না পরে ঘরের বাইরে বের না হন। এই "নো মাস্ক, নো সার্ভিস" ক্যাম্পেইনের অংশ হিসেবে থেকে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছি। সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ