পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে ওয়াছেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। শুক্রবার ভোরে মাছটি ধরা পড়ে।
জেলে ওয়াছেল জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল উঠালে দেখতে পাই ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার মাছের আড়ৎ থেকে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন