প্রধানমন্ত্রীর চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা প্রায়াত শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে বাগেরহাটের মোরেলগঞ্জে সকল মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা নামাজ শেষে উপজেলার সকল মসজিদে একযোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
মসজিদগুলোত শেখ হেলাল উদ্দিনেরও আশু শুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন