গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের প্রায় ৪ হাজার শিক্ষার্থীদের করোনাকালীন প্রায় দুই কোটি টাকার বেতন মওকুফ করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
করোনা মহামারির কারণে অনেকেই আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সিরাজ উদ্দিন বিদ্যানিকেতনসহ বেশ কয়েকটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন মওকুফ করার নির্দেশনা দেন।
পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ৪০/৫০শতাংশ বেতন মওকুফ করেন।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, করোনা মহামারির কারণে অনেকেই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রায় ৪ হাজার শিক্ষার্থীদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেতন কম নেয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক কোটি আশি লাখ টাকার বেতন মওকুফ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর