নাটোরে প্রকাশ্যে জালাল আহম্মেদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। কিন্তু স্থানীয় জনসাধারণ ব্যবসায়ীকে বাঁচাতে এগিয়ে আসলে তারা ধারালো ছুরি ফেলে পালিয়ে যায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের স্টেশন বাজার একতার মোড়ে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী জালাল আহম্মেদ অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্টেশন বাজারে অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্সে গিয়ে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দেয়।
পরে দুপুর সাড়ে ১২টায় স্টেশন বাজার একতার মোড়ে চা পান করার সময় ব্যবসায়ী জালালের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা ধারালো ছুরি ফেলে পালিয়ে যায়।
পরে টহল পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছুরি নিজ হেফাজতে নেয় এবং ব্যবসায়ীকে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে।
আহত ব্যবসায়ী জালাল আহম্মেদ আরবিসি ব্রিকের মালিক নজির আহম্মেদের মেজ ছেলে। এ ব্যাপারে নাটোর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই