বিনা ধান-১৭ সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের বানারীপাড়ার ইলুহারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে মাঠ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম।
বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মার্জানা আক্তার, প্রদর্শনী চাষি কৌশিক সরকার ও মো. নুরুজ্জামান প্রমুখ।
মাঠ দিবসের অনুষ্ঠানে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর