কক্সবাজারের কলাতলীর সি ক্লাসিক রিসোর্টের অষ্টম তলা থেকে পড়ে সোহাগ বাবু শেখ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে হত্যাকারীরা।
শুক্রবার সকালে কক্সবাজার থেকে টাঙ্গাইলের নিজ বাড়িতে আনা হয় সোহাগের মরদেহ। নিহত সোহাগ টাঙ্গাইল পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের মোনায়েম খান খানসুর ছোট ছেলে।
নিহতের বাবা মোনায়েম খান খানসুর বলেন, এটা আত্মহত্যা না। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই।
নিহতের ভাই নাছির বলেন, সোহাগের শরীরে আঘাতের অনেক চিহ্নও রয়েছে। আমার ভাইকে যারা হত্যা করছে, তার বিচার চাই।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার ৫২ জন মিলে কক্সবাজার বেড়াতে যায়। ১৭ নভেম্বর সি ক্লাসিক রিসোর্টের অষ্টম তলা বিল্ডিংয়ের নিচে সোহাগের দেহ পড়েছিল। পরে বন্ধুরা মিলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই