২০ নভেম্বর, ২০২০ ১৮:২৩

নবীনগরের মন্দিরে চুরি হওয়া ৮ মূর্তি উদ্ধার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নবীনগরের মন্দিরে চুরি হওয়া ৮ মূর্তি উদ্ধার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের 'ঠাকুর বাড়ি'র মন্দিরে থেকে মূর্তি চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মো. কাজল (২২), মো.নাছির উদ্দিন(২২), জসিম উদ্দিন(৩৫), হৃদয় মিয়া(১৫), রহিছ মিয়া(৩৫) তাদের বাড়ির ওই এলাকার ভোলাচং চৌধুরী পাড়া।

বৃহস্পতিবার ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তিসহ যাবতীয় মালামাল উদ্ধার করে পুলিশ। এর আগে শিক্ষক মানিক চক্রবর্তী নবীনগর থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, সব চোরাই যাওয়া মালামালসহ ৫ জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর