মাদারীপুরে ডাসার থানা আওয়ামী লীগের ৫৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগ।
এতে সৈয়দ শাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কাজী মাহমুদুল হাসান দোদুলকে।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কাজী মতিউর রহমান বাদল, সৈয়দ মনিরুজ্জামান, আ. মতিন হাওলাদার, দূর্লভানন্দ বাড়ৈ, অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, খায়রুল ইসলাম মহসিন ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারকে।
আগামী তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই