রংপুরে বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো প্রায় সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকায় তিন ব্যক্তিকে আটক করা হয়। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
তারা হলেন- এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপু (৪০), হারাগাছ থানাধীন সিগারেট কোম্পানি এলাকার অটোচালক আতিকুল ইসলাম আতিক (৫০) ও হারাগাছ পৌর এলাকার বানুপাড়া গ্রামের মমিনুল ইসলাম (৩০)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. আল ইমরান হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ মজুমদার রহমানের আলুর গোডাউনের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই জৌতিষ চন্দ্র বাদী হয়ে একটি মামলা করেছে। তাদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর