লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় নিখোঁজের একদিন পর সানিয়াজান নদী থেকে দুলু দে (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় সানিয়াজান নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে বাউরা ডাঙ্গাটারী ৬১ বিজিবির সদস্য ও পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃতদেহটি উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার জোগেশের ছেলে দুলুর বলে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে সে উপজেলার বাউরা বাজার থেকে নিখোঁজ হন। পরিবারে লোকজন অনেক খোঁজাখুঁজি পর আজ সন্ধ্যায় স্থানীয় সানিয়াজান থেকে মরদেহ ভেসে উঠলে তার মরদেহ পরিবারের লোকজন শনাক্ত করেন। দুলু দে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় সানিয়াজান নদীতে লাশ ভাসতে দেখে খবর দিয়েছে স্থানীয়রা। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর