খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কালেক্টরেট জামে মসজিদে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, মো. ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তম্ময়ের দাদি শেখ রাজিয়া নাসের গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে মারা যান। মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই