নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাং-এর সন্ত্রাসী হামলায় এবার ইউপি সদস্য জামান প্রধানসহ ৪ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় হামলাকারীরা জামান মেম্বারসহ তার কর্মচারীদের মারধর করে নগদ ১৭ হাজার টাকা ও ড্রেজারের বাঁশ ছিনিয়ে নিয়ে যায়।
আজ শুক্রবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর স্কুল মাঠে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বন্দর উপজেলার কান্দীপাড়া এলাকার মৃত সোহরাব প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জামান প্রধান (৪৭) ও সোনারগাঁ থানার বারদী এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে রিপন (৩০), তার বড় ভাই স্বপন (৩৩) ও একই এলাকার হাজী আব্দুল হালিম মিয়ার ছেলে কামরুল (৩২)।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত ইউপি সদস্য জামান প্রধান বাদী হয়ে কিশোর গ্যাং লিডার মাছুমসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং ৫ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
বিডি প্রতিদিন/আবু জাফর