নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত যুবকের নাম হরিবন্ধু (৩৯)। তিনি উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষনার গো বাড়ির জহরলাল মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে হরিবন্ধু বসতঘরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই