নেত্রকোনার মোহনগঞ্জে বসত ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত নয়টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের বালুঘাট এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
বাসার মালিকের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন জানান, রোজিনার বাড়ি সিাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তার স্বামী রাসেল মিয়া একটি ওষুধ কোম্পানির এসআর হিসেবে মোহনগঞ্জে কাজ করেন। কর্মের সুবাধে রাসেল তার স্ত্রীকে নিয়ে দুই বছর যাবত ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তারা দু'জনই একই এলাকার। তাদের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। পাশাপাশি তিনি পাঁচমাসের অন্তঃসত্ত্বাও বলে জানা যায়।
তিনি আরও জানান, পাশের বাসার অপর ভাড়াটিয়া হঠাৎ রোজিনার মেয়ের কান্না শুনে এগিয়ে আসেন। তখন দরজা খোলা থাকায় রোজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওই সময় রোজিনার স্বামী রাসেল মিয়া কাজের সুবাদে পার্শ্ববর্তী ধর্মপাশাতে থাকায় প্রতিবেশীরা তার স্বামীকে ফোনে বিষয়টি জানান। বিষয়টি মোহনগঞ্জ থানাকেও অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আখতারুজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ