বরগুনার বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ী ইউপি চেয়ারম্যান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শহরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে।
আজ সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন হল বাসস্ট্যান্ড চত্তরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে সড়ক পরিবহন শ্রমিক ও বাস মালিক গ্রুপ। বিক্ষোভ শেষে প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন, বাস মালিক গ্রুপ সভাপতি গোলাম মোস্তফা কিসলু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
উল্লেখ্য, শুক্রবার বেলা ৩টার দিকে সরিষামুড়ী ইউপি চেয়ারম্যান একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কালিকাবাড়ী এলাকায় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় চেয়ারম্যানের দুটি পায়ের ও ডান হাতের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন