হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
জেলা হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফরাফুল আলম সবুজরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর সভাপতি আলহাজ্ব শামছুল হুদা প্রমুখ।
অনুষ্ঠান সংবাদপত্র হকার্স সমিতির উন্নয়নের জন্য সংসদ সদস্য ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়াও তিনি সংগঠনটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। পরে অতিথিবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন