নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া নেত্রকোনার কেন্দুয়ায় "শহীদ স্মৃতি বিদ্যাপীঠের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে সরকারি অর্থায়নে এ কাজের উদ্বোধন করা হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও হুমায়ূন আহমেদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে লেখকের ৭২তম জন্মদিনে কেক কাটেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেহের আফরোজ শাওন ও স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হুমায়ূন স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সভায় প্রধান আলোচক ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এর আগে অসীম কুমার উকিল জেলার অডিটোরিয়াম নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অচিরেই নেত্রকোনার প্রতিটি উপজেলায় পাবলিক হল নির্মাণ করা হবে। সেইসাথে জেলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সকল স্থান ও সাহিত্যিকদের শৈল্পিকতা ধরে রাখতে নেত্রকোনা সংস্কৃতি হাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত প্রকাশক মাজহারুল ইসলাম, এটিএন বাংলার জ ই মামুন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, কেন্দুয়া থানার ওসি কাজি শাহ নেওয়াজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইকবাল রুমী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নুরুল আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জাফর ইকবাল উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার পর প্রথমবারের মত ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন