গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শনিবার শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
শনিবার দুপুর ১২টার দিকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ারেস আল হারুনী, রেজাউল করিম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে অ্যাটর্নি জেনারেল বলেন, করেনাকালীন আদালত বন্ধ থাকায় আমরা ছুটি কমিয়ে, কর্মদিবস বাড়িয়ে মামলা জট কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো। তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের নিয়ে আসার কাজও এগিয়ে চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন