খুলনার তেরখাদায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম খান (৫৭) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার সাচিয়াদহ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম গোপালগঞ্জের পাইকেরডাঙ্গা এলাকার মৃত আলেফ খানের ছেলে। আবুল কাশেম এনজিও ব্রাক-এ চাকরি করতেন।
তেরখাদা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ