চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি ও অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সোনামসজিদ বালিয়াদিঘি নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় আহতদের সার্বিক চিকিৎসার দায়িত্ব নেন তিনি। পাশাপাশি নিহত পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে বলে জানান সংসদ সদস্য।
নিহত ও আহত পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার করে টাকা দেয়া হয়। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বারিকবাজার-সোনাপুর এলাকায় ধানবোঝাই ভটভটি খাদে উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৯ জন নিহত ও ৭ জন আহত হন।
বিডি প্রতিদিন/হিমেল