কুড়িগ্রামে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে প্রতিরোধমূলক সর্তকতায় জনসাধারণকে মাস্ক পরার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক না পরার দায়ে ১৫ জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা সদরের পৌরবাজার এলাকার ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহনে জনসাধারণের মুখে মাস্ক আছে কি না তা তদারকি ও জরিমানা করা হয়। এ সময় ৮হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি হাসিবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক না পরার জন্য ১৫ জনকে জরিমানা আদায়সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, মোটরসাইকেলে নম্বর বিহীন প্লেট ও পুলিশের লোগো ব্যবহার করার অপরাধে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ