শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষী ফেডারেশনের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর সুগার মিল গেটের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়।
ফটক সভায় বক্তব্য রাখেন নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক মনসুর রহমান, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন