যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রাম থেকে শনিবার বেলা ১১টার দিকে দলিলুর রহমান (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি একজন এনজিও কর্মকর্তা বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে সন্ন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দে’র বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দলিলুর পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ