মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমানা বর্ধিত করে পৌরসভা নির্বাচনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদের আয়োজনে আজ শনিবার সকালে শহরের চৌমুহনা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা ও বর্ধিত এলাকার প্রায় তিন সহস্রাধিক মানুষের অংশগ্রহণে শুরু হওয়া মানববন্ধনটি পরে জনসভায় রূপ নেয়। এসময় প্রায় দেড় ঘণ্টা সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তোফাজ্জুল হোসেন ফয়েজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. আছকির মিয়া।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইউসুফ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, আশীদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু শহীদ মো. আব্দুল্লাহ, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, জাসদ নেতা এলেমান করিব, সদর ইউনিয়ন চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ছালিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন