শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)-এর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে এই শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও সচিব মো. রাশেদুল ইসলাম। ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন বিশেষ অতিথি পিকেএসএফ এর জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন পারভিন, নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, মালিঝিকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, জুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, মাওলানা ভাষাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তার, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মোস্তারি ও শামিম হোসেন প্রমূখ ।
সমাবেশে প্রধান অতিথি ২০১৯-২০ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন ডপস সদস্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে এনজিও ব্যুরো মহাপরিচালন সকালে জেলা শহরের খরমপুরস্থ ডপস কার্যালয় পরিদর্শন করেন এবং ডপস এর নানা কার্যক্রম সম্পর্কে অবগত হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ