মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে ১৯৭১ সালের ২২ নভেম্বরে নিহত শহীদদের স্মরণে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আজ রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন।
পরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তেরশ্রী ডিগ্রী কলেজ , তেরশ্রী কালী নারায়ন ইনষ্টিটিউশন, পয়লা ইউপি, তেরশ্রী বাজার ব্যবসায়ী সমিতি, কমিউনিষ্ট পার্টি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঘিওর এলিভেন ব্রাদার্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মমিন উদ্দিন খান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, প্রয়াত জমিদার সিদ্বেশরী প্রসাদ রায় চৌধুরীর পুত্র সমেশ্বর রায় প্রসাদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্থানি হানাদার বাহিনী এবং এ দেশীয় রাজাকার, আলবদর আলসামস বাহিনীরা তেরশ্রী গ্রামের তৎকালীন জমিদার সিদ্বেশরী প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন গ্রামবাসীকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর থেকে ২২ নভেম্বর তেরশ্রী ট্রাজেডি দিবস হিসেবে পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ