সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় স্বাক্ষ্য দিয়েছেন ৫ জন স্বাক্ষী। আজ সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামিদের উপস্থিতিতে স্বাক্ষ্য দেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ফটোগ্রাফার শহীদুল হক জীবন, ওই সময় শেখ হাসিনার সফরসঙ্গী হামলার শিকার যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা জামান সাথী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সরদার মুজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জোবাইদুল হক রাসেল, সাতক্ষীরার সাংবাদিক অধ্যক্ষ আবু আহম্মেদ।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল লতিফ জানান, মামলাটির ১২৩তম কার্যদিবসে ৫জন স্বাক্ষী আজ আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক বীর মুক্তিযোদ্ধার পত্নীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে আসেন। ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন