দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় অনলাইনে যুক্ত হয়ে হাবিপ্রবির আইকিউএসি কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এ সময় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
কর্মশালায় মৎস্যবিজ্ঞান অনুষদের ডীনসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন। ধাপে ধাপে অন্যান্য অনুষদের শিক্ষকদের জন্যও এই কর্মশালার আয়োজন করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন