কিশোরগঞ্জের বাজিতপুরের পোল্ট্রি ফিড ব্যবসায়ী ওমর চান ওরফে সাচ্চু (৩২) হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আল মামুন এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মুজিবুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাতে বাজিতপুর পৌর এলাকার পশ্চিম বসন্তপুর সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল মামুনকে গ্রেফতার করে। গত ১৫ নভেম্বর মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
২০১৭ সালের ২৭ জুন ঈদের রাতে বাজিতপুর পৌর এলাকার পশ্চিম বসন্তপুরের এক ভাড়া বাসায় সাচ্চুর ওপর হামলা হয়। গুরুতর আহত সাচ্চু ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
এ ঘটনায় সাচ্চুর ভাই জামাল মিয়া বাদী হয়ে একজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা জানান, পিবিআইর তদন্তে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রমাণ পাওয়ায় নান্টু মিয়া (২৮) ও আল-আমিন (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নিহত সাচ্চুর ছোট ভাই লায়েছ মিয়ার (২৮) সাথে আব্দুল্লাহ আল মামুনের বিরোধ থাকার কথা বলেন।
আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে দুই লাখ টাকার বিনিময়ে লায়েছ মিয়াকে খুন করতে যান তারা। তবে বিছানায় মশারির ভিতর লায়েছ মনে করে ঘুমন্ত সাচ্চুর উপর ভুলবশত হামলা চালান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন